এইচএসসি পাস করেও তিনি এমবিবিএস ডাক্তার!
পড়াশোনার দৌড় এইচএসসি পর্যন্ত! অথচ তিনি বেসরকারি হাসপাতালের ডাক্তার। পাস করেছেন টাঙ্গাইলের বাঘিল উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও এমএম আলী কলেজ থেকে এইচএসসি। এত দিন তিনি টাঙ্গাইল শহরের নিরালা মোড়স্থ ক্যাপিটাল হসপিটালে রোগীদের সেবা দিয়ে এসেছেন।
শনিবার সন্ধ্যার দিকে টাঙ্গাইলে ইউসুফ আলী নামের এই ভুয়া ডাক্তারকে আটক করেছে পুলিশ। টাঙ্গাইল শহরের নিরালা মোড়স্থ ক্যাপিটাল হসপিটাল থেকে তাকে আটক করা হয়।
শনিবার রাত ১১টার দিকে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ওসি বলেন, শনিবার সন্ধ্যার দিকে পুলিশ খবর পেয়ে ইউসুফ আলী নামের এক ভুয়া ডাক্তারকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তিনি আমাদের কাছে স্বীকার করেন, তিনি কোনো এমবিবিএস ডাক্তার না। তিনি টাঙ্গাইলের বাঘিল উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও এম এম আলী কলেজ থেকে এইচএসসি পাস করেন।
এ ছাড়া তার আর কোনো শিক্ষাগত যোগ্যতা নেই। তিনি দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। ক্যাপিটাল হসপিটালের যে পরিচালক ও ব্যবস্থাপক তারা বিষয়টি জানেন এবং তাকে ব্যবহার করে লাভবান হন।
তিনি আরো বলেন, এ বিষয়ে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন