এইতো জীবন || অনিন্দ্য আসাদ
এইতো জীবন
অনিন্দ্য আসাদ
মনটা আমার
অপূর্ণতায় থেকে যায়
সারা দিন সারা রাত,
অচেনা সুরের সাথে কিছুতেই
চেনা কথা মেলাতে পারিনা।
লিখতে গেলেই শব্দেরা হারিয়ে যায়
মেলাতে পারিনা ছন্দ
কেবল নিজের সাথে বাঁধে দ্বন্দ,
শহরের কোনোখানে খুঁজে পাইনাতো
হারিয়ে যাওয়া সোনালী অতীত,
পিচ ঢালা পথে পিষ্ট হই প্রতিদিন
রোদের আদরে জ্বলে পুড়ে
হতে পারিনি প্রেমিক খাঁটি।
হর্ণের সাথেই কর্ণটা বেঁধেছে প্রণয়
লোকালয়ে মিশে যাই রোজ
তবুও আশায় থাকে মন
কেউ বুঝি নিলো ফেরারী কবির খোঁজ,
বিধ্বস্ত এই পথ চলা যেনো
মূমুর্ষূ রোগির কাছে ভ্রমণ কাহিনী বলা,
প্রতিদিন বিক্রি হওয়া ফেরত সময়ের
বাকিটুকু হাতে নিয়ে
ঘরে ফিরে সাদা দেয়াল জুড়েই
লাল নীল স্বপ্ন আঁকি, এইতো জীবন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন