এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর ঢাকা
গত কয়েক শতাব্দী ধরেই মানুষরা বসবাসের জন্য শহরগুলোতে জড়ো হচ্ছে। নগরায়নের গতি খুব শিগগিরই কমবে বলেও মনে হচ্ছে না। নানা কারণে মানুষ নগরে স্থায়ী বসতি গড়ছে। তবে প্রধান কারণটি হলো নগরগুলোই কর্মস্থলের কেন্দ্র।
বিশ্বের প্রায় অর্ধেক মানুষ এখন নগরে বসবাস করছেন। আর জাতিসংঘের প্রত্যাশা ২০৫০ সালের মধ্যে বিশ্বের ৬৬% মানুষ নগরে বাস করবেন। আর নগরবাসীর সংখ্যা বাড়ার এই ঘটনা মূলত এশিয়া এবং আফ্রিকার দেশগুলোতেই ৯০% ঘটবে।
বিশ্বের সবচেয়ে ঘনবসতির শহর ঢাকা
প্রতি বর্গকিলোমিটারে ৪৪ হাজার ৫০০ জন বাসিন্দা নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা এখন বিশ্বের সবচেয়ে ঘনবসতির শহর। জাতিসংঘের হিসেবে মতে, বিশ্বের সবচেয়ে ঘনবসতির ১০ শহরের ছয়টি এশিয়াতে, তিনটি আফ্রিাকাতে আর একটি দক্ষিণ আমেরিকাতে।
এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ঘনবসতির শহরগুলো হলো :
ঢাকা, বাংলাদেশ, প্রতি বর্গকিলোমিটারে ৪৪,৫০০ মানুষের বাস
মুম্বাই, ভারত, প্রতি বর্গকিলোমিটারে ৩১,৭০০ মানুষের বাস
মেডেলিন, কলাম্বিয়া, প্রতি বর্গকিলোমিটারে ১৯,৭০০ মানুষের বাস
ম্যানিলা, ফিলিপাইন, প্রতি বর্গকিলোমিটারে ১৪, ৮০০ মানুষের বাস
ক্যাসাব্লাঙ্কা, মরোক্কো, প্রতি বর্গকিলোমিটারে ১৪,২০০ মানুষের বাস
লাগোস, নাইজেরিয়া, প্রতি বর্গকিলোমিটারে ১৩,৩০০ মানুষের বাস
কোটা, ভারত, প্রতি বর্গকিলোমিটারে ১২,১০০ মানুষের বাস
সিঙ্গাপুর, প্রতি বর্গকিলোমিটারে ১০,২০০ মানুষের বাস
জাকার্তা, ইন্দোনেশিয়া, প্রতি বর্গকিলোমিটারে ৯,৬০০ মানুষের বাস
লোকে নগরমুখী হচ্ছে কেন?
লোকের নগরমুখী হওয়ার প্রধান কারণ হচ্ছে উন্নত কর্মসংস্থান। বিশেষকরে বাংলাদেশের রাজধানী ঢাকায় মানুষ বেড়ে চলার প্রধান কারণ হলো দেশটির অন্যান্য স্থানে কাজের মজুরি কম।
সূত্র : ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন