এএসআই হুমায়ুন হত্যায় স্ত্রীসহ দু’জনের ফাঁসি
রাজধানীর শাহ আলী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হুমায়ুন কবির হত্যা মামলায় তার স্ত্রীসহ দু’জনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন- হুমায়ুনের স্ত্রী রহিমা সুলতানা রুমি ও মো. রাফা এ মিষ্টি। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া অপর আসামি রাফার স্ত্রী মোসাম্মত রিয়া পলাতক আছেন।
মামলার বিররণে জানা যায়, মিরপুর পূর্ব মণিপুরের একটি বাসার দ্বিতীয় তলায় স্ত্রী রহিমা সুলতানা রুমি ও ২ বছরের সন্তান ইসমানকে নিয়ে থাকতেন হুমায়ুন কবির। তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগেই থাকতো।
পারিবারিক কলহ মেটাতে ঘটনার দিন রাতে তাদের বাসায় বেড়াতে আসেন মিস্টি ও তার স্ত্রী রিয়া। তাদের প্ররোচনা ও সহযোগিতায় ২০১৩ সালের ১৪ ডিসেম্বর মধ্যরাতে এএসআই হুমায়ুনকে বিষপ্রয়োগ ও শ্বাসরোধ করে হত্যা করেন তার স্ত্রী রহিমা।
ওই ঘটনায় নিহতের ভাই আলমগীর হোসেন তিন জনের নামোল্লেখ করে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রায় সাড়ে তিন বছর পর এ মামলার রায় দেয়া হলো।
রায় ঘোষণার সময় মামলার প্রধান আসামি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সেবিকা ও হুমায়ুনের স্ত্রী রহিমাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন