একই আসনে আব্বাস-সোহেল!
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার একটি আসনে লড়াইয়ের জন্য দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও দলটির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি যুগ্ম-মহাসচিব হাবীব-উন নবী খান সোহেল।
শুক্রবার শেষ দিনে তারা ঢাকা-৮ আসনে দলীয় সমর্থন পেতে মনোনয়ন ফরম জমা দেন।
অবশ্য মির্জা আব্বাস ঢাকা-৮ আসন ছাড়াও ঢাকা-৯ আসনের মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
মতিঝিল, রমনা ও শাহবাগ এলাকার একাংশ নিয়ে ঢাকা-৮ আসন গঠিত।
সেনা সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ২০০৮ সালে ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী ছিলেন হাবীব-উন নবী খান সোহেল।
স্বেচ্ছাসেবক দলের সাবেক দফতর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু বলেন, ‘সোহেল ভাই আগেও ঢাকা-৮ আসনে দল থেকে মনোনয়ন পেয়েছিলেন। তিনি এবারও এখান থেকেই ধানের শীষ প্রতীক নিয়ে লড়তে চান।’
নাশকতার একাধিক মামলায় হাবীব-উন নবী খান সোহেল বর্তমানে কারাগারে আছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন