একদিনেই শীর্ষ ধনীর খেতাব হারালেন জেফ বেজোস
মাইক্রোসফটের বিল গেটসকে টপকে বিশ্বের শীর্ষ ধনীর ব্যক্তির তকমাটি একদিনের বেশি ধরে রাখতে পরলেন না অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস। খবর বিবিসির।
পুঁজিবাজারে অ্যামাজনের শেয়ারের দাম বৃহস্পতিবার আড়াই শতাংশ বৃদ্ধি পাওয়ায় বেজোসের মোট সম্পদমূল্য দাঁড়ায় ৯১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার, যা বিল গেটসের চেয়ে ১ দশমিক ৪ বিলিয়ন ডলার বেশি।
কিন্তু এরপর অ্যামাজনের শেয়ারের দরপতনে মাইক্রোসফট কর্ণধার গেটস শীর্স্থান পুনরুদ্ধার করেন।
৫৩ বছর বয়সী বেজোসের মালিকানায় রয়েছে অ্যামাজনের ১৭ শতাংশ শেয়ার। অনলাইন কেনাকাটার প্লাটফর্ম এ কোম্পানিটির বর্তমান বাজারমূল্য ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন