একদিনের ব্যবধানে কুয়াকাটা সৈকতে ফের ভেসে এলো মৃত দুই ডলফিন
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে একদিনের ব্যবধানে আবারো ভেসে এসেছে ৮ ফুট দৈর্ঘ্যের দুটি মৃত ডলফিন।
সোমবার দুপুরে সৈকতের পশ্চিম পয়েন্টে কম্পিউটার সেন্টার এলাকায় ইরাবতি ও হ্যামব্যাক প্রজাতির ডলফিন দুটি দেখতে পায় স্থানীয়রা। পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নির্দেশে ডলফিন দুটি মাটিচাপা দেয় হয়।
স্থানীয়রা জানান, ডলফিন দুটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। জেলেদের জালে ফেঁসে গিয়ে ডলফিন দুটি মারা যেতে পারে। এর আগে শনিবার সন্ধ্যায় বøক পয়েন্ট এলাকায় ৮ ফুট দৈর্ঘ্যরৈ একটি গঙ্গা নদীর ডলফিন ভেসে আসে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, প্রাথমিকভাবে একটি ডলফিনকে ইরাবতি ও অপরটিকে হ্যামব্যাক প্রজাতির বলে ধারনা করা হচ্ছে। বন্য প্রানী আইনে জটিলতা থাকার ডলফিন দুটিকে পোষ্টমর্টেম কিংবা সংরক্ষন করা সম্ভব হয়নি। তাই স্থানীয়দের মাটিচাপা দিতে বলা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন