একদিনে নয়, একাধিক দিনে পাঁচ সিটির নির্বাচন করবে ইসি
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/01/ec-20180123195856.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
অতীতের মতো একদিনে নয়, একাধিক দিনে পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচন করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই নির্বাচন যাতে আইনি জটিলতায় আটকে না যায় সে বিষয়ে আগে থেকেই সর্তক রয়েছে ইসি।
নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তফসিল ঘোষণার পরও আইনি জটিলতার কারণে বন্ধ করতে হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদের উপ-নির্বাচন। ঢাকার দুই সিটিতে যোগ হওয়া নতুন ৩৬টি ওয়ার্ডের নির্বাচনও স্থগিত করতে হয়েছে।
কিন্তু আইন অনুযায়ী মার্চের মধ্যে রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল এবং গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল তফসিল ঘোষণা করতে হবে। নির্বাচনী বিধান বলছে, মেয়াদ শেষ হবার ৬ মাস আগে করতে হবে এই নির্বাচন।
২০১৩ সালের ১৫ জুন একদিনে ওই ৪ সিটিতে নির্বাচন হয়েছিল। আর ৭ জুলাই, ২০১৩ তে হয়েছিল গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। তবে নির্বাচন প্রক্রিয়াকে সহজ করতে আর একদিনে না করে আলাদা দিনে নির্বাচন করার কথা জানিয়েছে ইসি।
বছর ভরে ইসি বিভিন্ন নির্বাচন নিয়ে ব্যস্ত থাকলেও ৩০ অক্টোবর আগামী জাতীয় সংসদ নির্বাচনের কাউন্টডাউন শুরু করবে। তার আগে বুধবার প্রকাশ হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ১০ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮৮৩।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন