একনজরে টেস্টে বাংলাদেশের কতিপয় রেকর্ড
২০০০ সালের ১০ নভেম্বর ভারতের বিপক্ষে উদ্বোধনী টেস্ট খেলে বাংলাদেশ। এর পর ক্রিকেটের অভিজাত সংস্করণে প্রায় দেড় যুগ অতিক্রম করেছে টাইগাররা। সদ্যই উঠেছে এ ফরম্যাটে নিজেদের ইতিহাসের র্যাংকিংয়ের অষ্টম স্থানে।
এবার নজর বুলিয়ে নেব এই সময়ে বাংলাদেশের কিছু রেকর্ডে-
টেস্টে এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর ৬৩৮। ২০১৩ সালের মার্চে গলে শ্রীলংকার বিপক্ষে এ স্মরণীয় স্কোর গড়ে টাইগাররা। আর দলীয় সর্বনিম্ন স্কোর ৬২। লংকানদের বিপক্ষেই কলম্বোতে ২০০৭ সালের জুলাইয়ে ব্যাটিংয়ে এ ধস নামে সফরকারীদের।
ক্রিকেটের লংগার ভার্সনে এ পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ রানের ব্যবধানে জয় জিম্বাবুয়ের বিপক্ষে, ২২৬ রানে। ২০০৫ সালের জানুয়ারিতে চট্টগ্রামে এ ঐতিহাসিক জয় পান লাল-সবুজ জার্সিধারীরা। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বাঁহাতি লেগস্পিনার এনামুল হক জুনিয়র।
উইকেটের ব্যবধানে বাংলাদেশের সবচেয়ে বড় জয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০০৯ সালে সেন্ট জর্জে ক্যারিবিয়ানদের বিপক্ষে ৪ উইকেটে জয় পান সফরকারীরা। ম্যাচসেরার পুরস্কার ওঠে সাকিব আল হাসানের হাতে।
টেস্ট ক্রিকেটে প্রায় ১৮ বছরের পথচলায় ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস সাকিবের (২১৭ রান)। ২০১৭ সালের জানুয়ারিতে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে এ মহাকাব্যিক ইনিংস খেলেন বিশ্বসেরা অলরাউন্ডার। এ সময়ে এক ইনিংসে সেরা বোলিং ফিগার তাইজুল ইসলামের। ২০১৪ সালের অক্টোবরে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে একাই এক ইনিংসে ৮ উইকেট শিকার করেন এ বাঁহাতি স্পিনার।
বাংলাদেশের টেস্ট ইতিহাসে ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি রান তামিম ইকবালের। ৫১ ম্যাচে ৩৯.৯৪ গড়ে ৩ হাজার ৮৩৫ রান করেন তিনি। এ ফরম্যাটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সেঞ্চুরিয়ান (৮টি) ও হাফসেঞ্চুরিয়ানও (২৮) এ বাঁহাতি।
টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব। ৫১ ম্যাচে ৩.০০৮ ইকোনমিতে তার দখলে উইকেট সংখ্যা ১৮৮। সবচেয়ে বেশি সংখ্যকবার ৫ (১৭ বার) ও ১০ (২ বার) উইকেট শিকারিও বর্তমান টেস্ট অধিনায়ক।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন