এবিপির প্রতিবেদন
একাকীত্বের যন্ত্রণা অনুভূত হয় বার্ধক্যে, একা একা ৮৪ পেরিয়ে অনুধাবন রতন টাটার
ভারতের শিল্পপতি ও বিজনেস আইকন রতন টাটা জীবনের ৮৪টি বসন্ত পার করে ফেলেছেন। চার বার বিয়ে করতে গিয়েও বিয়ে করেননি। একবার জানিয়েছিলেন, লস অ্যাঞ্জেলেসে কাজ করার সময় এক তরুণীকে ভালোবেসেছিলেন। কিন্তু পরিবার অসুস্থ হয়ে পড়ায় হঠাৎ করেই তিনি দেশে ফিরেন। সেই তরুণীর পরিবার তাকে ভারতে যাওয়ার অনুমতি দেয়নি। আর রতন টাটাও আর বিয়ে করেননি। যে কারণেই হোক, রতন টাটা বিয়ে করেননি। সম্প্রতি তিনি ‘গুডফেলোজ’ নামের একটি স্টার্টআপে বিনিয়োগ করেছেন। খবর এবিপির।
জানা গেছে, স্টার্টআপটি বৃদ্ধদের কল্যাণে কাজ করে। বৃদ্ধ বয়সে মানুষ একাকী বোধ করেন। পরিবারকে পাশে পান না অনেকে। তাদের সাহায্যেই চালু হয়েছে স্টার্টআপটি। সেই স্টার্টআপের অনুষ্ঠানে অংশ নিয়ে রতন টাটা একাকীত্ব নিয়ে কথা বলেছেন। সংস্থার উদ্বোধনে মঙ্গলবার হাজির হয়ে রতন টাটা বলেন, “সঙ্গীকে পাশে পাওয়ার আশায় একা দীর্ঘ সময় না কাটিয়ে দিলে একাকীত্ব কী, তা বোঝা যায় না। বয়স বেড়ে যাওয়া নিয়ে সমস্যা নেই। কিন্তু বয়স বাড়লে বোঝা যায় দুনিয়াটা বড্ড কঠিন।” জীবনে ভালো মানুষকে সঙ্গী হিসেবে পাওয়া কঠিন বলেও মন্তব্য করেন তিনি।
শান্তনু নাইডু ‘গুডফেলোজ’ স্টার্টআপের প্রতিষ্ঠাতা। টাটার সমাজসেবা শাখায় দীর্ঘদিন রতন টাটার ম্যানেজার ছিলেন শান্তনু। ‘গুডফেলোজ’ প্রবীণ নাগরিকদের সঙ্গে নবীনদের বন্ধুত্ব স্থাপনে সেতুবন্ধন হিসেবে কাজ করছে। ৭০-এর ঊর্ধ্বে বয়স যাদের, নারী-পুরুষ নির্বিশেষে প্রবীণদের বন্ধু পেতে সাহায্য করবে তার সংস্থা, যাতে পছন্দের বন্ধুর সঙ্গে হাঁটতে বেরনো, সিনেমা দেখা বা আড্ডা দিতে পারেন তারা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন