এক আনিসুল হককে চিরবিদায় জানাতে আরেক আনিসুল হক

প্রয়াত মেয়রকে শেষবারের মত বিদায় জানাতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে সর্বস্তরের মানুষের ভিড়। আসরের আজানের আগেই কাতারগুলো পরিপূর্ণ। সামনের একটি কাতারে এক দৃষ্টিতে অস্থায়ী মঞ্চের দিকে তাকিয়ে আছেন সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক, গায়ে কালো পাঞ্জাবি। একটু পরেই এই মঞ্চে রাখা হলো প্রিয় মানুষের মরদেহ।

নামাজ শুরুর আগে থমথমে মুখে হাস্যোজ্জ্বল আনিসুল হকের চলে যাওয়ার শোক প্রকাশ করেন এই সাহিত্যিক।

মেয়র আনিসুল হক সর্বগুণে গুণান্বিত একজন মানুষ হিসেবে দেখেন সাহিত্যিক আনিসুল হক। বলেন, ‘‘আনিস ভাই, আমাদের প্রিয় আনিসুল হক একজন অপরূপ মানুষ ছিলেন। সুন্দর মনের এই মানুষটি প্রাণখোলা হাসি হাসতে জানতেন। আমাদের এই শহরটাকে তিনি সুন্দর করতে চেয়েছিলেন।’’

আনিসুল হক মেয়র হওয়ার আগে থেকেই নিজের গুণে মানুষের মনে স্থান পেয়েছিলেন জানিয়ে তিনি বলেন, ‘‘একজন আকর্ষণীয় উপস্থাপক ছিলেন তিনি। আমি বলবো অন্যতম শ্রেষ্ঠ উপস্থাপক।’’

প্রয়াত আনিসুল হকের মানবিক গুণ তুলে ধরে বলেন, ‘‘কারও চিকিৎসার জন্য তার কাছে আসলে তিনি ফেরাতেন না।’’

‌মেয়র হিসেবে আনিসুল হকের মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, ‘‘মেয়র হয়ে তিনি সিটি কর্পোরেশন থেকে দুর্নীতি দূর করার প্রতিজ্ঞা করেছিলেন, এজন্য সাহসী কিছু পদক্ষেপ নিয়েছিলেন।’’

আনিসুল হকের মৃত্যুর অপূরণীয় ক্ষতির দিকটি জানিয়ে তিনি বলেন, ‘‘সব মিলিয়ে আজ ঢাকাসহ পুরো দেশই শোকাহত। তিনি এভাবে অসুস্থ হয়ে অপ্রত্যাশিতভাবে চলে যাবেন এটা মানতে কষ্ট হচ্ছে। মেয়র হয়তো আমরা আরও পাবো কিন্তু এরকম সুন্দর মনের মানুষটাকে তো আর পাবো না।’’