এক টাওয়ারের ৭ ক্লিনিকে যত অনিয়ম

রাজধানীর মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ার। যেখানে ছয়টি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং একটি ব্লাড ব্যাংক। আর এসব প্রতিষ্ঠানে মিলেছে নানাবিধ অনিয়ম। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার ডা. হাবিব ইসমাইল ভুঁইয়া সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আকস্মিক পরিদর্শনে নানাবিধ অনিয়মের চিত্র মেলে।

প্রাপ্ত অনিয়মের ভিত্তিতে মহাপরিচালক মহোদয়ের অনুমোদন সাপেক্ষে সাতটি প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। সেইসঙ্গে তাদের লাইসেন্স কেন বাতিল করা হবে না মর্মে নোটিশ জারি করা হয়েছে।

হাসপাতালগুলো হলো- প্রাইম অর্থোপেডিক ও জেনারেল হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, ঢাকা হেলফ কেয়ার হসপিটাল, রিমেডি কেয়ার লিমিটেড, লাইফ কেয়ার জেনারেল হসপিটাল, যমুনা জেনারেল হসপিটাল, রয়াল মাল্টিকেয়ার স্পেশালটি হসপিটাল এন্ড ডায়াগোনস্টিক সেন্টার ও রাজধানী ব্লাড ব্যাংক ট্যান্সফিউশন সেন্টার।