এক বাড়িতে অর্ধশত মৌমাছির চাক!
রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের সেকেন্দার মুন্সীর বাড়ির দোতলায় প্রায় অর্ধশত মৌমাছির চাক বাসা বেঁধেছে। দেখলে মনে হয় এরা যেন পুরো বাড়ি দখল করে রেখেছে। মৌ মৌ গন্ধে চারদিকে ছড়িয়ে উড়ে বেড়াচ্ছে এসব মৌ মাছির দল। দোতলা বাড়ির পশ্চিম দিকের কার্নিশে দখল নিয়েছে এরা।
এলাকাবাসী জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৌমাছির গুঞ্জনে মুখরিত থাকে এলাকা। মূল ফটকের উপরের দোতলায় মৌ মাছিরা প্রায় অর্ধশত চাকের বাসা বেঁধেছে। গত চার বছর ধরে শীত মৌসুমে মৌমাছিরা ওই দোতলা বাড়িতে এসে মধু আহরণ করে মৌচাক তৈরি করে। পুরো বছর ধরেই কম বেশি কিছু না কিছু মৌমাছি এখানে থাকে। উৎসুক জনতা প্রতিদিনই মৌমাছির চাক দেখতে আসে বিভিন্ন স্থান থেকে।
বাড়ির মালিক সেকেন্দার মুন্সী জানান, গত চার বছর আগে মৌমাছিরা প্রথমে ২৩টি চাক তৈরি করে। এর বাড়তে বাড়তে এখন প্রায় অর্ধশতাধিক চাক হয়েছে। এরা আমাদের কোনো ক্ষতি করে না। চাকের মধু বিক্রির সব টাকা আমি এতিমখানা ও মাদ্রাসায় দিয়ে দেই।
স্থানীয় বাজারের কয়েকজন দোকানি জানান, অনেক স্থান থেকে মৌচাক দেখার জন্য লোকজন এখানে আসেন। অনেকেই এখান থেকে খাটি মধু কেনেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন