‘এখনই বিয়ে না, আমার একজন পুরুষ আছে’
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/02/kongona-20180205161150.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
শো-স্টপার কঙ্গনা রানাওয়াত। রুপোলি রঙের ব্রাইডাল পোশাকে শোতে এলেন। অনুষ্ঠান শেষে নববধূদের পোশাক নিয়ে কিছু টিপসও দিলেন। কিন্তু, নিজে কবে বিয়ে করছেন কঙ্গনা?
ল্যাকমে ফ্যাশন উইকে ফ্যাশন ডিজাইনার শ্যামল ও ভূমিকার ব্রাইডাল কালেকশনের শো স্টপার ছিলেন কঙ্গনা। বিয়ে নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। কঙ্গনার উত্তর, এখন কী মাস চলছে? ফেব্রুয়ারি। পরের বছরের ফেব্রুয়ারি পর্যন্ত আমার ডেডলাইন।’
তবে কঙ্গনা নিজেই জানান, ডেডলাইনটা নাকি ছিল চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। তবে সেটা ২ মাস আরও পিছিয়ে দিলেন নিজেই। ফলে কঙ্গনার এই মন্তব্যের পর তাঁর বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়েছে।
কঙ্গনা আপাতত ব্যস্ত মণিকর্ণিকা-দা কুইন অফ ঝাঁসির শুটিংয়ে। রঙ্গুন ও সিমরান সেভাবে দর্শকের মন জিততে পারেনি। তবে মণিকর্ণিকা নিয়ে আশাবাদী ছবির নির্মাতারা।
এই প্রথম বিয়ে নিয়ে ডেডলাইন দেননি কঙ্গনা। শোনা যায়, ২০১৭ সালে তিনি বলেছিলেন ২০১৮ সালে বিয়ে করবেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি একটি সম্পর্কে আছি। আমার জীবনে একজন পুরুষ আছে, তা আমি এনজয় করছি। তবে এখনই বিয়ে করতে চাই না আমি। সবকিছু ভাগ্যের উপর।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন