এখন আর হয়না | নাদিম মাহমুদ
এখন আর হয়না
নাদিম মাহমুদ
এখন আর হয়না, খেলা ফুটবল ।
এখন আর বলা হয়না, তাশ খেলবো চল ।
এক সাথে এখন আর, কাটা হয়না ঘাস ।
এক সাথে খেলা হয়না, হলো কতো মাস ।
মা বাবার বকা খেয়ে, খেলতাম সারাদিন ।
সব সময় ছিলাম, টেনশন বিহিন ।
সাইকেল দিয়ে একসাথে ,যেতাম কতদূরে ।
সেই সব কথা গুলো, শুধু মনেপরে ।
বরশি দিয়ে সবায় মিলে, কতো মাছ ধরতাম ।
একসাথে সবায় মিলে, বিলে গুছল করতাম ।
সেই সব দিন গুলো, আসবে কি আর ফিরে ?
যেই সব স্মৃতি আছে আমাদের ঘিরে ?
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন