এখন আল্লাহপাক যদি পরীমনিকে মাফ করেন : বৃদ্ধ নানার আকুতি

মাদক মামলায় চার দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে ঢাকার হাকিম আদালতে হাজির করা হয়। এদিন দুপুরে নায়িকাকে একনজর দেখতে তার নানা শামসুল হক আদালতে আসেন।

এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শতবর্ষী এই বৃদ্ধ। বয়সের ভারে তিনি ঠিকমতো কথাও বলতে পারছিলেন না।

শামসুল হক বলেন, পরীমনি নিজের জন্য জীবনে সে কিছু করে নাই। সব কিছু মানুষকে দান করে এখন সে পরিস্থিতির শিকার হয়েছে। নিজে একটা ফ্ল্যাট করে নাই। প্রত্যেক বছর এফডিসিতে কুরবানি বাড়িয়ে দেয় গরিবদের জন্য। সব কিছু মানুষকে বিলিয়ে দেয়।

এ সময় আকুতি প্রকাশ করে তিনি বলেন, এখন আল্লাহপাক যদি ওরে মাফ করেন আরকি।

পরীমনির বাসায় মাদক পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাসায় খালি বোতল ছিল। এগুলো মাদকের বোতল কিনা জানি না।

আপনি কি পরীমনির মুক্তি দাবি করছেন জিজ্ঞাসা করা হলে শামসুল হক, হ, আল্লাহ যদি মুক্তি দেয়।

গত বৃহস্পতিবার পরীমণিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাতদিন রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ তার চারদিন রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে আজ মঙ্গলবার পরীমনিকে আদালতে তোলা হয়েছে।

রিমান্ড শুনানি শেষে পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে ফের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ৪ আগস্ট রাতে রাজধানীর বনানীতে নিজ বাসা থেকে মাদকসহ গ্রেফতার করা হয় আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনিকে।