এখন রাতের সমুদ্র সৈকতও নিরাপদ : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ট্যুরিস্ট পুলিশের দক্ষতায় এখন রাতের সমুদ্র সৈকতও নিরাপদ। সোমবার (৮ নভেম্বর) বিকেলে ট্যুরিস্ট পুলিশের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পর্যটন নগরী কক্সবাজারে বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কক্সবাজার সমুদ্র সৈকতকে ব্র্যান্ডিং করতে চাই। কক্সবাজারকে বিশ্বে তুলে ধরার মাধ্যমে পর্যটনে আকর্ষণ বাড়াতে কাজ করছে সরকার।
তিনি বলেন, পর্যটকদের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশের বিশেষ এই ইউনিট। আগে কক্সবাজার সমুদ্র সৈকতে রাতে তেমন একটা মানুষ নামতো না। কিন্তু ট্যুরিস্ট পুলিশের দক্ষতায় এখন সেটাও সম্ভব হয়েছে। রাতেও প্রচুর দেশি-বিদেশি পর্যটক সৈকতে নামেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন