‘এখানে আমরা ইতিহাস গড়তেই এসেছি’
ফিফা কনফেডারেশন্স কাপের ফাইনাল ম্যাচের জন্য প্রস্তুত জার্মানি ও চিলি। আগামীকাল রবিবার সেন্ট পিটার্সবার্গে তরুণ জার্মানির মুখোমুখি হবে অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে গড়া চিলি দল। আর তারই জের ধরে জার্মানিকে রীতিমতো হুমকিই দিয়ে দিলেন চিলির তারকা ফুটবলার অ্যালেক্সিস সানচেজ। বর্তমানে আর্সেনালের হয়ে খেলা এই ফুটবল নক্ষত্র সরাসরি জানায় দিলেন, ইতিহাস গড়তেই তারা এখানে এসেছেন।
ফাইনালের আগে ৩০ জুন শুক্রবার সংবাদ সম্মেলনে এসে ২৮ বছর বয়সী সানচেজ বলেন, ‘এখানে আমরা ইতিহাস গড়তেই এসেছি। এর আগে স্পেন এবং আর্জেন্টিনার মতো দলকেও হারিয়েছি…। আমরা এখন যে কোনো দলকেই হারাতে পারি। ‘
রাশিয়ায় চলমান ফিফা কনফেডারেশনস কাপের এবারের আসরে শুরু থেকেই দুর্দান্ত চিলি। শেষ চারে ইউরোজয়ী পর্তুগালকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা। এমন আত্মবিশ্বাস নিশ্চিত ফাইনালেও এগিয়ে রাখবে চিলিকে। পাশাপাশি, এর আগে স্পেন এবং আর্জেন্টিনাকেও হারানোর অভিজ্ঞতা রয়েছে তাদের। যা অনুপ্রেরণা জোগাবে অভিজ্ঞ চিলি দলকে।
সূত্র: গোল.কম
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন