এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ জামায়াতের

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে রাঙ্গামাটি শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম।
সমাবেশে বক্তারা বলেন, জামায়াতের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি ছাড়া রাজ পথ ছাড়বো না। দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে কিন্তু জামায়াত নেতা আজহারুল ইসলাম এখনো কারাগারে। কালক্ষেপন না করে অভিলম্বে এ নেতাকে মুক্তি দিতে হবে বলে জানান বক্তারা।
আগামী এক সপ্তাহের মধ্যে মুক্তি না দিলে অন্যথায় আমরা ঘরে ফিরবো না। এ দেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন করে আমাদের নেতাকে মুক্ত করে আনবো।
বিক্ষোভ সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারী মনছুরুল হকের পরিচালনায় এসময় জেলা জামায়াতের নায়েবে আমির জাহাঙ্গীর আলম, ইসলামি ছাত্র শিবিরের জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম শাফি, জামায়াত নেতা এ্যাডভোকেট হারুনুর রশীদ, শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সেক্রেটারি অ্যাডভোকেট জিল্লুর রহমান, কাপ্তাই উপজেলা জামায়াতের আমির হারুনুর রশিদ, নানিয়ারচর উপজেলা জামায়াতের আমির জুলফিকার আলী, রাঙামাটি পৌর জামায়াতের আমির মঈনুদ্দিন, এ্যাসিসটেন্ট সেক্রেটারী এ্যাড রহমত উল্লাহ। বক্তব্য রাখেন।
রাঙামাটি শহরের পৌর প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক হয়ে বনরূপায় এসে সমাবেশ করে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন