এতিমের মুখে খাবার তুলে দিলেন প্রধানমন্ত্রী

নিজ বৈশিষ্ট্যে অনন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিনিয়ত তার নানা কার্যক্রম প্রমাণ করে কতটা জনদরদি আওয়ামী লীগ নেত্রী। গণভবনে এতিমদের মুখে খাবার তুলে দিয়ে নিজের স্বকীয় সত্তার প্রমাণ আবারও দিলেন তিনি। দুঃখীদের যতটা কাছাকাছি তিনি যেতে পারেন রাষ্ট্রের কর্তাদের সাধারণত ততটা কাছাকাছি যেতে দেখা যায় না।
শনিবার বিশিষ্ট আলেম-ওলামা, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও এতিম শিশুদের সম্মানে ইফতারের আয়োজন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন সন্ধ্যায় গণভবনে ওই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার অনুষ্ঠানে দেশের বিশিষ্ট আলেম-ওলামা, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী এবং এতিম শিশুরা অংশ নেন।
এসময় প্রধানমন্ত্রী ইফতারে অংশ নেয়া প্রতিবন্ধী এবং এতিম শিশুদের সঙ্গে কুশলবিনিময় করেন। তিনি ঘুরে ঘুরে এতিম শিশুদের মুখে খাবারও তুলে দেন।
এতিমদের মুখে খাবার তুলে দেয়ার ছবি অনেকেই সামাজিক মাধ্যমে পোস্ট করে প্রধানমন্ত্রীর প্রশংসা করতে থাকেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন



















