এদিকে প্রসব ওদিকে সেলফি
টেক্সাসের এল পাসোর ক্যাট আর্মেনদারিজ গেল ২ জুলাই ফেসবুকে একটি সেলফি পোস্ট করেন। প্রচুর মানুষের নজর কাড়তে সক্ষম হয় ছবিটা। আর তার কারণ তিনি যেখানে ছবিটা তুলেছেন।
আর্মেনদারিজের তোলা সেলফিতে দেখা যাচ্ছে ঠিক তারই পেছনেই প্রসব বেদনায় কাতরাচ্ছেন তারই বোন।
পাঁচ সন্তানের মা আর্মেনদারিজ বেশ হাসি মুখেই সেলফিটা তুলেছেন। তাকে দেখে মনে হচ্ছে তিনি যেন বলছেন, যাক এবার অন্তত আমি না।
ছবিটা পোস্ট করার পর অনেকেই আর্মেনদারিজের সমালোচনা করেছেন। তবে সমালোচকদের উদ্দেশে আর্মেনদারিজ বলেছেন, তার বোন খোদ কিমর্বালিই মনে করছেন ছবিটা মজার।
আর্মেনদারিজ ম্যাশেবলকে বলেছেন, প্রথম ওর (কিমর্বালি) খুব একটা বেশি ব্যাথা হচ্ছিল না, তাই ও মনে করছিল মজা হবে। আমি বললাম, আমি কিন্তু একটা সেলফি তুলবো। এর প্রায় পরপরই ওর প্রসব বেদন ওঠে। আর ওকে দেখে আমার যখন মনে হলো ওর ব্যাথা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে আমি ছবিটা তুলে ফেলি।
সমালোচনা থাকলেও জীবনের অতুলনীয় এই মুহূর্তের একটা ছবি তুলে রাখতে পেরেছেন দুই বোন।
সূত্র : ম্যাশেবল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন