এনএসআই-এ চাকরির দেয়ার নামে প্রতারণার অভিযোগে সাতক্ষীরায় যুবক আটক

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ‘এনএসআই’ এর নিয়োগ পরীক্ষায় প্রতারণার সম্পৃক্ততায় সাতক্ষীরার কলারোয়ায় এক প্রতারক গ্রেফতার হয়েছে।

গ্রেফতার মো. আমিন হোসেন (১৯) উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদাহ গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে।

এনএসআই এর তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ডিবি পুলিশ তাকে আটক করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এনএসআই সদস্য পরিচয়দানকারী ও অনলাইনে এনএসআই এ চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে গত ২১ এপ্রিল আমিন হোসেনকে এনএসআই এর তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ডিবি পুলিশ আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিন হোসেন স্বীকার করে যে, সে ফেসবুক আইডি থেকে এনএসআই নিয়োগের জন্য টাকা দাবি করে পোস্ট করে এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ফেসবুক মেসেঞ্জার ব্যবহারপূর্বক চাকরি দেয়ার নামে অর্থ গ্রহণ করে।

গ্রেফতারের পর আমিন হোসেনকে মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৫) সাতক্ষীরা ডিবি পুলিশ কর্তৃক মামলা দায়েরপূর্বক জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, ওই প্রতারক আমিন হোসেন বিগত ২৩-০৭-২০২২ তারিখে সাতক্ষীরার কলারোয়া থানাধীন পিছলাপোল গ্রামস্থ জনৈক এক ভুক্তভোগীর বাড়িতে গিয়ে ভুয়া এনএসআই সদস্য পরিচয় প্রদানপূর্বক অর্থ দাবি করে। যার প্রেক্ষিতে তৎকালীন সময়ে স্থানীয় কলারোয়া থানা পুলিশ তাকে গ্রেফতারপূর্বক জেলহাজতে প্রেরণ করেছিল।