এনটিআরসিএর নতুন চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন চেয়ারম্যান হলেন মোহাম্মাদ মফিজুর রহমান। এর আগে তিনি জাতীয় রাজস্ব বোর্ড প্রশাসনের সদস্য ছিলেন। তিনি সাবেক চেয়ারম্যান মো. সাইফুল্লাহিল আজমের স্থলাভিষিক্ত হয়েছেন।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
এর আগে সাবেক চেয়ারম্যান মো. সাইফুল্লাহিল আজমকে পরিবার পরিকল্পনা অধিপ্তরের মহাপরিচালক পদে বদলি করা হয়।
এর আগে ২০২৩ খ্রিষ্টাব্দের ২১ ডিসেম্বর স্বাস্থ্যসেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. সাইফুল্লাহিল আজমকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছিলো সরকার।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলে শিক্ষক পদে নিয়োগের জন্য প্রার্থী বাছাইয়ের একমাত্র প্রতিষ্ঠান এনটিআরসিএ। প্রশাসন ও শিক্ষা ক্যাডার কর্মকর্তারাই ২০০৫ খ্রিষ্টাব্দে চালুর সময় থেকেই প্রেষণে নিয়োগ পেয়ে নিয়ন্ত্রণ করে আসছেন। প্রতিষ্ঠানটির স্থায়ী কর্মকর্তাদের একাংশের বিরুদ্ধে সনদ জালিয়াতিসহ নানা অভিযোগ দীর্ঘদিনের। এনটিআরসিএতে প্রেষণে আসা কতিপয় সাবেক কর্মকর্তার অদক্ষতা, দুর্নীতি ও একশ্রেণির নামধারী আইনজীবী ও বিচারপতির হঠকারিতায় প্রায় মুখ থুবড়ে পড়েছে প্রতিষ্ঠানটি। বড় ধরনের জট লেগেছে। হযবরল অবস্থা দেখে শিক্ষক পদে আগ্রহীদের অনেকে আগ্রহ হারিয়ে ফেলছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন