এপ্রিলে এলো ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

সদ্য বিদায়ী এপ্রিল মাসে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণ করেছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যানুযায়ী, এপ্রিলের ৩০ দিনে দেশে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে, যা টাকায় প্রায় ৩৩ হাজার ৫৭৪ কোটি (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। গড় হিসেবে প্রতিদিন প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ৯ কোটি ১৭ লাখ ডলার।

গত বছরের এপ্রিলের তুলনায় এবারের প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। তখন পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ছিল ২০৪ কোটি ৪০ লাখ ডলার। ফলে চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৮.৩০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মার্চ মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল সর্বোচ্চ—৩২৯ কোটি ডলারের বেশি। এপ্রিল সেই রেকর্ডের পরেই, দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে। তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত বছরের ডিসেম্বরে, ২৬৪ কোটি ডলার।

এই ধারাবাহিকতা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফেরাতে সহায়ক ভূমিকা রাখছে।