এফডিসিতে ফোনসেট চুরি, বিস্মিত-ক্ষুব্ধ কবরী
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসে নতুন কেনা ফোনসেট হারালেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী নায়িকা কবরী। প্রথমে বিস্ময়ের ঘোর কাটছিল না। ভোট দিতে এসে তার ফোন সেট হারাবে- এটা বিশ্বাসই হচ্ছিল না। পরে ক্ষুব্ধ হয়েছেন এই ভেবে, ভোটের দিনে তার ব্যাগ থেকে কেউ ফোন সেটটি চুরি করলো।
শুক্রবার (৫ মে) দুপুরের দিকে এফডিসি চত্বরে এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আগামী দুই বছরের জন্য বাংলাদেশি সিনেমার শিল্পীদের নতুন নেতৃত্ব নির্বাচন করতে অন্যদের মতো তিনি হাজির হয়েছিলেন ভোট দিতে। কড়া রোদের মধ্যে অনেক ভিড় ঠেলে ভোট দিয়েছেন।
বাংলা সিনেমার মিষ্টি মেয়ে খ্যাত নায়িকা কবরী আক্ষেপ করে বলেন, ‘স্যামসাং গ্যালাক্সি সিরিজের ফোন সেটটি সপ্তাহ খানেক আগেই কিনেছি। আজ ভোট দিতে আসার পর তা চুরি হয়ে গেছে।’
এক সময়কার দাপুটে চিত্রনায়িকা কবরী আরো বলেন, ‘সবাই এফডিসিতে এসেছে ভোট দিতে; অথচ এমন একটা জায়গায় নাকি চোরও ঢোকে! মোবাইল ফোন চুরি হয়ে গেছে, তা নিয়ে আমি যতটা না কষ্ট পেয়েছি, তার চেয়ে বেশি কষ্ট লেগেছে এফডিসির মতো একটা জায়গা থেকে এমন ঘটনা ঘটায়।’
ক্ষুব্ধ চিত্রনায়িকা বলেন, সেটটি মাত্র এক সপ্তাহ আগে কিনেছি। পরিচিত মানুষদের সব ফোন নাম্বার ওই সেটে সংরক্ষণ ছিল। সেট হারিয়ে বিপাকে পড়ে গেলাম।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন