এবারের বিপিএলেও নেই মুস্তাফিজ?
অভিষেকের পর প্রায় এক বছর গোটা বিশ্ব কাঁপিয়েছেন মুস্তাফিজুর রহমান। ভারত-দক্ষিণ আফ্রিকার মতো দল তাঁর সামনে নতজানু হয়েছে। আইপিএল, বিপিএলসহ বিশ্বের অন্য টুর্নামেন্টগুলোতেও দাপিয়ে খেলেছেন তিনি। তবে সর্বনাশা ইনজুরি কেড়ে নিয়েছে মুস্তাফিজের স্বকীয়তা। চোট থেকে সেরে ওঠার পর সেই আগের মুস্তাফিজ আর নেই। এখন তাঁর কাটার-স্লোয়ারে আর ইয়র্কারে ব্যাটসম্যানরা ভ্যাবাচ্যাকা খাচ্ছেন না। এদিকে ফুটবল খেলতে গিয়ে আবার ইনজুরিতে পড়েছেন তিনি। ফলে দক্ষিণ আফ্রিকা সফরটা অসমাপ্ত রেখেই দেশে ফিরতে হয়েছে তাঁকে। ইনজুরির কারণে এবার বিপিএলও মিস করতে বসেছেন তিনি। রাজশাহী কিংসের হয়ে এই মৌসুমে নাও দেখা যেতে পারে কাটার মাস্টারকে।
আগামী ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল। অ্যাংকেলের চোটে ভুগতে থাকা মুস্তাফিজ বিপিএলের প্রথম দুটি পর্ব খেলতে পারবেন না। তবে তৃতীয় পর্বেও না দেখা যেতে পারে তাঁকে। এমনটিই জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। মূলত সাবধানতার কারণেই তাঁকে বিপিএল খেলতে বারণ করা হচ্ছে।
মুস্তাফিজের চোট প্রসঙ্গে দেবাশীষ জানান, ‘এই কয়েকদিনে বেশ ভালো উন্নতি করেছে মুস্তাফিজ। তবে দুই সপ্তাহ পর তাঁর অবস্থা সম্পর্কে পুরোপুরি বলা যাবে।’ ইনজুরিতে পড়ার প্রায় দুই সপ্তাহ হয়ে গেছে মুস্তাফিজের। মোটামুটি সেরে উঠতে আরো দুই সপ্তাহ লেগে যেতে পারে বলে বিসিবির এই চিকিৎসক জানান। তবে ম্যাচ খেলার উপযোগী হবে কি না সেটা নিয়ে সন্দেহ রয়েছে তাঁর।
দেবাশীষ বলেন, ‘পূর্ণ সুস্থ না হয়ে খেলায় ফিরলে আবার এই ইনজুরি ফিরে আসতে পারে। আমরা চাই ও যেন পুরোপুরি সুস্থ হয়ে যায়। এতে বিপিএলের কিছু ম্যাচ মিস হলে কিছু করার নেই। আর সুস্থ হয়ে সরাসরি মাঠে নামানোটা বিপজ্জনক। কয়েকদিন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে তাকে।’
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এবারের আসরেও হয়তো দর্শক হয়ে থাকতে হবে মুস্তাফিজকে। তাতে অবশ্য টাইগারভক্তদের খারাপ লাগার কথা নয়। সুস্থ হয়ে মুস্তাফিজকে পুরোনো ছন্দে দেখতে চান তাঁরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন