এবার অন্তর্বাসে স্বর্ণের বার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/07/gold-1.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এবার মোহাম্মদ টিপু নামে এক যাত্রীর অন্তর্বাস থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা।
রবিবার ওমান থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে আসেন টিপু। পরে তার দেহ তল্লাশী করে স্বর্ণের বার উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, টিপু রিজেন্ট এয়ারের একটি ফ্লাইটে করে শাহ আমানতে অবতরণ করেন। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় টিপুকে আটক করে শরীরে তল্লাশী চালানো হয়। পরে অন্তর্বাসের ভেতর ২৩৪ গ্রাম ওজনের দুটি স্বর্ণবার পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন