এবার অভিনেতা মিলনের ফেসবুক আইডি হ্যাকড
সম্প্রতি ফেসবুক হ্যাক নিয়ে সমস্যায় আছেন সাধারণ মানুষ। তবে এই সমস্যা থেকে বাদ পড়ছেন না তারকারাও।
এবার হ্যাক হলো জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলনের ফেসবুক আইডি।
এর আগে গত কয়েক মাসে অপু বিশ্বাস, শবনম বুবলী, আরিফিন শুভ, সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ, তাহসান, মিনার রহমান, চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমী, পরিচালক দেবাশীষ বিশ্বাসসহ আরো অনেকের ফেসবুক আইডি হ্যাকড হয়েছিল।
জানা গেছে, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে হ্যাকড হয় মিলনের ফেসবুক আইডি। আর তিনি যখন আইডিটি রিকোভার করার জন্য চেষ্টা করছিলেন তখন জানা যায় সিঙ্গাপুরের আশপাশের কোনও জায়গা থেকে আইডিটি হ্যাকড করা হয়েছে।
অভিনেতা মিলন বলেন, আইডি হ্যাকড হওয়া নিয়ে আইনি সহায়তা নেবেন বলে জানান এই অভিনেতা।
আনিসুর রহমান মিলনের হাতে ‘পাপ কাহিনি’, ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’, ‘ডনগিরি’, ‘রাত্রীর যাত্রী’সহ বেশ কিছু ছবি রয়েছে।
সবশেষ আনিসুর রহমান মিলনকে ‘আলতাবানু’ ছবিতে দেখা গেছে। আনিসুর রহমান মিলন অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে উল্লেখযোগ্যে ‘দেহরক্ষী’, ‘অনেক সাধের ময়না’, ‘প্রেম করবো তোমার সাথে’, ‘ওয়ান ওয়ে (এক রাস্তা)’ ও ‘রাজনীতি’।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন