এবার আইপিএলে চালু হচ্ছে ডিআরএস পদ্ধতি
আইপিএলের একাদশ সংস্করণে ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) অন্তর্ভুক্ত করা হবে কি না, তা নিয়ে দীর্ঘ দিন ধরেই আলোচনা চলছে।নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন আইপিএলে ডিআরএস পদ্ধতি চালু হচ্ছে। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট (বিসিসিআই)-এসিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘আমাদের কাছে উন্নতমানের সব ধরনের প্রযুক্তি আছে। তা হলে কেন ডিআরএস নয়? আমরা আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে গত দেড় বছর ধরে ডিআরএসের ব্যবহার করছি।’
গত বছরের ডিসেম্বরে আইসিসি প্যানেলের বাইরে থাকা দেশের সেরা দশ আম্পায়ারকে নিয়ে বিশাখাপত্তনমে একটি ডিআরএস ওয়ার্কশপের আয়োজন করে বিসিসিআই।ওয়ার্কশপে উপস্থিত ছিলেন আইসিসির আম্পায়ার কোচ ডেনিস বার্নস এবং অস্ট্রেলীয় আম্পায়ার পল রিফেল।মূলত এই দু’জনই এই ওয়ার্কশপে ভারতীয় আম্পায়ারদের প্রশিক্ষণ দেন। ডিআরএ বা রিভিউ বিষয়ে ভারতীয় আম্পায়ারদের আরও সচেতন করতে এই ওয়ার্কশপের আয়োজন করেছিল বিসিসিআই।
এই ওয়ার্কশপে অংশ নেওয়া এক আম্পায়ার জানান, ‘ঘরোয়া ক্রিকেটে বিসিসিআই এখনও পর্যন্ত রিভিউ পদ্ধতি বা ডিআরএসের ব্যবহার করে না। আইপিএলে যেহেতু ঘরোয়া আম্পায়ারদেরকেই ম্যাচ করার দায়িত্ব দেওয়া হয়, সেই কারণে বোর্ড আমাদের এই ওয়ার্কশপে অংশ নিতে বলেছিল। তখনই আমাদের জানানো হয়েছিল আসন্ন আইপিএলে বোর্ড ডিআরএসের প্রয়োগ করতে চলেছে এবং বোর্ড চায় যাতে এই প্রযুক্তি সম্পর্কে আমাদেরও সঠিক ধারণা থাকে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন