এবার ঈদযাত্রায় সারাদেশে সড়কে নিহত ২২১ জন
এবারের ঈদযাত্রায় সারাদেশে সড়ক দুর্ঘটনায় ২২১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ অধিকার পরিষদ।
জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদন প্রকাশ করে তারা।
এসময় জানানো হয়, ঈদযাত্রা শুরুর দিন ৩০মে থেকে ছুটি শেষে ১০ জুন কর্মস্থলে ফেরা পর্যন্ত, ১২ দিনে মোট ১৮৫টি দুর্ঘটনায় ৬৫২ জন আহত ও ৩৭৫ জন পঙ্গুত্ব বরণ করে।
প্রতিবেদনে আরও বলা হয়, সরকারের সদিচ্ছা ও রেশনিং পদ্ধতিতে ছুটি হওয়ায় বিগত বছরের তুলনায় সড়ক দুর্ঘটনা অনেকটা কমেছে।
সংগঠনের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, সাড়ে ৫ কোটি মানুষ ঈদযাত্রায় বাড়ি ফিরেছেন। ঈদের আগে ও পরে ১২ দিনে মহাসড়কে ২২১ জন নিহত হয়েছেন। নৌপথে ৫ দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। রেলপথে ট্রেনে কাটা পড়ে পূর্বাঞ্চলে ১৩ জন ও পশ্চিমাঞ্চলে ৯ জনসহ মোট ২২ জন নিহত হয়েছেন।
তিনি বলেন, ৬৩টি বাস, ৩৮টি ট্রাক-কাভার্ড ভ্যান ও পিকআপ, ১৯টি কার-মাইক্রো, ৩০টি নছিমন-করিমন, ৬৪টি মোটরসাইকেল ও ২৬টি অন্য যানবাহনে এসব দুর্ঘটনায় জড়িত ছিলো। ৫১টি গাড়িচাপায়, ৮১টি সংঘর্ষ, ১৯টি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ও অন্যান্য কারণে ৩৪টি দুর্ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের অর্থ সম্পাদক সাইমুন নাহার এবং প্রচার ও প্রকাশনা আবুল বাশার হাওলাদার প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন