এবার কানাডার কূটনীতিককে বহিষ্কার করলো ভারত

কানাডায় নিযুক্ত ভারতীয় কূটনীতিক পবন কুমার রাইকে বহিষ্কারের জবাবে এবার ভারতে নিযুক্ত কানাডার একজন সিনিয়র কূটনীতিককে ভারত বহিষ্কার করেছে। সোমবার পবন কুমারকে বহিষ্কার করে কানাডা। জবাবে মঙ্গলবার কানাডার একজন সিনিয়র কূটনীতিককে ভারত ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে। রিপোর্টে কানাডার এই কূটনীতিকের নাম প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, শিখ নেতা হরদীপ প্রসাদ নিজার হত্যাকে কেন্দ্র করে এই দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে রয়েছে।

নয়া দিল্লি থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কানাডার ভ্যানকোভারের কাছে একজন শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার ঘটনায় ভারতীয় একজন কূটনীতিককে বহিষ্কার করে অটোয়া। এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শিখ নেতা নিজার হত্যায় সরাসরি ভারত সরকার জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেন। জবাবে নয়া দিল্লি বলেছে, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে এবং ভারতবিরোধী কর্মকাণ্ডে কানাডার কূটনীতিকদের হস্তক্ষেপে নয়া দিল্লি ক্রমশ উদ্বিগ্ন।