এবার ডেঙ্গুতে আবহাওয়াবিদের অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু
এবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকার আবহাওয়াবিদ নাজমুল হোসেনের শারমিন আক্তারের (২৫) মৃত্যু হয়েছে। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
সোমবার ভোর সাড়ে ৪টায় ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।
এ তথ্য নিশ্চিত করে আবহাওয়া অধিদফতরে সহকারী পরিচালক আসমিমা ইমাম জানায়, তিনদিন আগে একটি প্রশিক্ষণে অংশ নিতে অফিস থেকে কোরিয়া পাঠানো হয়েছে নাজমুল হককে। সেখানে যাওয়ার আগে গ্রামের বাড়ি গাইবান্ধায় অন্তঃসত্ত্বা স্ত্রী ও শিশু সন্তানকে রেখে আসেন তিনি। গাইবান্ধা যাওয়ার পর শারমিন আরার ডেঙ্গু ধরা পড়ে। দ্রুত তাকে ঢাকায় এনে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে শারমিন আরা শাপলার মৃত্যু হয়।
এর আগে রোববার রাজধানীর স্কয়ার হাসপাতালে পুলিশের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন কোরেশীর স্ত্রীর মৃত্যু হয়। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে মারা যান ইডেন কলেজের এক ছাত্রী। ঢাকা মেডিকেলে এক তরুণী ও অ্যাপোলো হাসপাতালে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক স্কুলছাত্র ও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন