এবার পদত্যাগ করতে যাচ্ছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচারণের কারণে এবার পদত্যাগ করতে যাচ্ছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ক্রিস্টজেন নিলসেন। মার্কিন মন্ত্রিসভার অধিবেশনে ট্রাম্প তাকে ভর্ৎসনা করায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নিলসেন হচ্ছেন একজন দক্ষ নিরাপত্তা বিশেষজ্ঞ এবং বর্তমানে তিনি মার্কিন জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প তাকে মন্ত্রিসভার সব সদস্যের সামনে ভর্ৎসনা করেন। এ ঘটনায় তিনি ইতোমধ্যে পদত্যাগপত্র প্রস্তুত করেছেন।
মন্ত্রিসভার বৈঠকের পর নিলসেন তার সহকর্মীদের বলেছিলেন, তিনি পদত্যাগের দ্বারপ্রান্তে রয়েছেন। তবে এখনো পদত্যাগ করেননি।
বুধবারের বৈঠকে ট্রাম্প মেক্সিকো সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার জন্য নিলসেনকে দায়ী করেন। ট্রাম্প দীঘদিন থেকে বলে আসছেন, মেক্সিকো সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিতে হবে। মেক্সিকো সীমান্ত দিয়ে যেসব অবৈধ অভিবাসী আমেরিকায় আসে তাদেরকে ট্রাম্প ধর্ষক ও খুনী বলে অভিহিত করে থাকেন তিনি।
উল্লেখ্য, ২০১৬ সালের নির্বাচনে ক্ষমতায় আসার পর ট্রাম্প বেশ কিছু কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। আবার অনেকে তার নীতি ও আচারণের বিরোধিতা করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন