এবার বাজারে প্লাস্টিকের চিনি!
প্লাস্টিকের ডিম, চালের আতঙ্ক কাটতে না কাটতেই প্লাস্টিকের চিনি নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। অল্প পুঁজি ও কম সময়ে অধিক মুনাফার লোভে পড়ে সিন্ডিকেটটি প্লাস্টিকের চিনি পাইকারী বাজার থেকে খুচরা বাজারে ছড়িয়ে দিচ্ছে একটি চক্র।
জমিয়ে চলছে প্লাস্টিকের চিনির কারবার। দেখা যাচ্ছে, প্লাস্টিকের চিনি চায়ে মেশালে মুহূর্তে ধোঁয়া উঠতে শুরু করছে চা থেকে। প্লাস্টিকের চিনি দিয়ে যে পাত্রে চা বসানো হয়, সে পাত্রটি পুড়ে যেতে থাকে।
এ চিনির প্রধান বৈশিষ্ট হচ্ছে চায়ে দিলে মিষ্টি হয় না, সরবতে দিলে বিস্বাদ লাগে।
ভারতের বেঙ্গালুরুতে বাজারে প্লাস্টিকের চিনির এই অভিযোগ এসেছে। বেঙ্গালুরুর বাজারে এ চিনি থাকার অভিযোগ সত্য হলে বাংলাদেশের বাজারেও প্লাস্টিকের চিনি আসতে পারে।
একের পর এক অভিযোগকে কেন্দ্র করে প্লাস্টিকের চিনি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে ভারতের কর্ণাটক সরকার। সেরাজ্যের খাদ্য সুরক্ষা বিষয়ক মন্ত্রক এবিষয়ে চিনির নমুনা সংগ্রহ শুরু করে দিয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন