এবার বাধ্যতামূলক অবসরে সাতক্ষীরার সাবেক এসপি চৌধুরী মঞ্জুরুল কবীর
অবশেষে অবসরে পাঠানো হলো সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার (এসপি) চৌধুরী মঞ্জুরুল কবীরকে। অবসরে পাঠানোর আগে তিনি অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে পুলিশ ট্রেনিং সেন্টার নোয়াখালীতে কর্মরত ছিলেন।
সোমবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চৌধুরী মঞ্জুরুল কবীরকে অবসরে পাঠানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে- ‘বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য চৌধুরী মঞ্জুরুল কবীর বিপিএম-সেবা, পিপিএম (বার), অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে পুলিশ ট্রেনিং সেন্টার নোয়াখালী-কে সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।’
উল্লেখ্য, চৌধুরী মঞ্জুরুল কবীর সাতক্ষীরার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে ২০১৩-১৪ সালে অসংখ্য নিরীহ মানুষকে ক্রস ফায়ারের নামে হত্যা করার অভিযোগ ওঠে। তার কর্মকান্ডের জন্য সেসময় তাকে সাতক্ষীরার ফাটাকেষ্ট বলা হতো। পরবর্তীতে সাতক্ষীরায় তার স্ত্রী নূরজাহান চৌধুরীকে আওয়ামী লীগ থেকে সংরক্ষিত সংসদ সদস্য আসনে মনোনয়ন তুলেছিলেন।
এদিকে, সাতক্ষীরায় তার নামে হত্যা মামলার আবেদন করা হয়েছে বলে জানা গেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন