এবার বাস্তবে প্রেমে পড়লেন অলিভিয়া, কে সেই সৌভাগ্যবান পুরুষ?
বেশ জমে উঠেছে ‘মিলনতিথি’-র গল্প। অহনা আর আদিত্যর বিয়ের পাশাপাশি বিয়ে হচ্ছে ঋজু এবং দোয়েলেরও। ওদিকে বাস্তবেও প্রেমে পড়েছেন দোয়েল চরিত্রের অভিনেত্রী অলিভিয়া সরকার। এই সুন্দরী অভিনেত্রী বেশ ব্যক্তিত্বময়ী, সহজে গলে যাওয়ার পাত্রী মোটেই নন।
কিন্তু জীবনে একবার অন্তত প্রেম নামক সুন্দর অনুভূতি মানুষকে স্পর্শ করে আর তখন কোনও যুক্তি দিয়েই সেই মাধুর্যকে অস্বীকার করা যায় না। সেই অদ্ভুত সুন্দর পর্যায়েই এখন রয়েছেন অলিভিয়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন প্রেমে পড়ার কথা।
কিন্তু কার প্রেমে পড়লেন তিনি? কে সেই সৌভাগ্যবান? এমন প্রশ্নের জবাবে তিনি বললেন, ‘আসলে পাত্র কে একটু লুকিয়ে রাখছি ক’দিন। যদিও সে আমার অনেক পুরনো বন্ধু, বিষয়টা হঠাৎ গড়িয়ে গেছে প্রেম অবধি। প্রেমটা চাপা ছিল অনেক বছর ধরে।’
আসলে এমনটা বোধহয় অনেকের জীবনেই ঘটে থাকে। দীর্ঘদিন বন্ধু থাকার পরে একদিন হঠাৎ চোখ খুলে যায়। সেদিনটা সত্যিই ভারি সুন্দর আর প্রিয় বন্ধু যদি জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হয়, তবে তার থেকে ভাল আর কিছুই হয় না।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন