এবার বিপিএলের উপস্থাপনা করবেন পিয়া জান্নাতুল

ঘরোয়া ক্রিকেট লিগের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হবে আগামী ৪ নভেম্বর। পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এ প্রিমিয়ার লিগে থাকছে নানা চমক, যারমধ্যে একটি হচ্ছে বিপিএলের মাঠে উপস্থাপনা।
এবারের টুর্নামেন্টগুলোতে মাঠে থেকে সরাসরি উপস্থাপনা করছেন মডেল অভিনেত্রী পিয়া জান্নাতুল। খবরটি নিশ্চিত করেছেন সাবেক এ মিস বাংলাদেশ।
মঙ্গলবার সন্ধ্যায় পিয়া জানান, এবার বিপিএলের মাঠে থাকবো আগাগোড়া। বিশ্বের বড়বড় দেশে গিয়ে মডেলিং করার অভিজ্ঞতা থাকলেও ক্রিকেট উপস্থাপিকার ভূমিকায় এটা আমার জন্য একদমই নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে।
আগের আসরগুলোতে বিপিএলে উপস্থাপনা করতে দেখা গেছে শিনা চৌহান ও আমব্রিনকে। নতুন করে এবার যুক্ত হচ্ছেন পিয়া।
জানা গেছে, গ্যাংস্টার রিটার্নস ছবির এ নায়িকা সঙ্গে থাকবেন সামিয়া আফরিন ও মারিয়া নূর। বিপিএলের সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন


















