এবার রাজধানীতে ট্রপিক্যাল টাওয়ারে আগুন
রাজধানীর তোপখানা রোডে ট্রপিক্যাল টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে দুটি ইউনিট পাঠিয়েছে ফায়ার সার্ভিস।
বুধবার (৩ এপ্রিল) আনুমানিক রাত ৮টার দিয়ে এই আগুন লাগে।
তবে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল অপারেটর ফরহাদুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রাজধানীর ওয়ারীতে সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালেও আগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া যায়। সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
বুধবার (৩ এপ্রিল) আনুমানিক রাত ৮টার দিয়ে ওই হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা হতাহতের খবর পাওয়া যায়নি।
হাসপাতালে আগুন লাগার ঘটনাটির সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল অপারেটর ফরহাদ বলেন, ‘আমরা আগুন লাগার খবর পেয়েছি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আমরা পাঠিয়েছি।’
তবে এ বিষয়ে সালাউদ্দিন স্পেশালাইজ্ড হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা অগ্নিকাণ্ডের বিষয়টি অস্বীকার করেন। তারা জানান এ ধরণের কোন ঘটনা ঘটেনি। এটা ভুয়া সংবাদ। কে বা কারা এ ধরণের সংবাদ ছড়িয়েছে আমরা জানিনা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন