এবার রেডিওটাচে লেখক গায়কের জম্পেশ আড্ডা!

সুস্থ সংস্কৃতিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে বাংলাদেশে যে সব প্রতিষ্ঠান নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে, রেডিওটাচ তার মধ্যে অন্যতম৷ ইতিমধ্যে রেডিওটাচের ‘আড্ডা হবে গান কবিতায়’ শিরোনামে ধারাবাহিক অনুষ্ঠানটি দারুণ সাড়া ফেলেছে দর্শক—শ্রোতামহলে। তবে আড্ডা হবে গান কবিতায় অনুষ্ঠানে এবারে আসছে নতুন পরিবর্তন৷ একুশে বই মেলা উপলক্ষ্যে পুরো ফেব্রুয়ারী মাস জুড়ে থাকছে জনপ্রিয় সব লেখকদের নিয়ে জম্পেশ সাহিত্য আড্ডা!

২৮ তারিখ সোমবার রাত আটটায় radiotouch24.com এ প্রচারিত হবে ‘আড্ডা হবে গান কবিতায়’ এর আগামী পর্ব৷
অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকবেন আরজে সালমান। অতিথি হিসেবে থাকবেন, কলরবের জনপ্রিয় শিল্পী নুরুজ্জামান নূর এবং বিশিষ্ট গল্পকার ও লেখক নূর মুহাম্মাদ ও মুনতাসির বিল্লাহ৷

অনুষ্ঠানটি শুনতে পারবেন radiotouch24.com এর এ্যাপ এবং ওয়েবসাইটে। সরাসরি দেখতে পারবেন radiotouch24.com এর অফিসিয়াল ফেসবুক পেইজে।

‘আড্ডা হবে গান কবিতা’র নিউজ পার্টনার হিসেবে রয়েছে আওয়ার ইসলাম, আওয়ার নিউজ, ইসলামিক বার্তা ও দৈনিক ভোরের সূর্য।
উল্লেখ্য, খুব শিঘ্রই রেডিওটাচে আসছে বাংলাদেশের সেরা আলেম উলামাদের নিয়ে প্রশ্ন–উত্তর ভিত্তিক সম্পূর্ণ নতুন শো, ‘জানতে চাই জানাতে চাই’৷ অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি শুক্রবার৷