এবার সঠিক সময়েই বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা: উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, এবার প্রাথমিকের বই শিক্ষার্থীরা সঠিক সময়েই পাবে। বই ছাপা হয়ে যাচ্ছে এবং বই আমাদের হাতে চলেও আসছে। সুতরাং নির্বাচনের আগে দেশের সব শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে।

রোববার (২ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমি হাছন রাজা মিলনায়তনে জেলা প্রশাসন মেধা বৃত্তি-২০২৫ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সমস্যাগুলো আমরা চিহ্নিত করে কাজ শুরু করেছি। তবে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা যদি এই ধারাবাহিকতা রক্ষা করে তাহলে পাঁচ বছর পর প্রাইমারি স্কুলের চেহারা বদলে যাবে।

উপদেষ্টা বলেন, আমরা এ দেশের নাগরিক। আমাদের বুঝতে হবে পড়াশোনা মানেই হচ্ছে বেশি মার্কস আর একটা সার্টিফিকেট নয়। প্রাথমিক শিক্ষা মানেই হচ্ছে বাচ্চারা মাতৃভাষায় সাবলীলভাবে পড়তে পারবে, পড়ে বুঝতে পারবে, মনের ভাব লিখতে পারবে।

সে প্রাথমিক গাণিতিক নিয়মগুলো পারবে এবং ইংরেজির সঙ্গে পরিচিত হবে। এই বোধ যদি আমাদের থাকে তাহলে আশা করি আমাদের শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি ঘটবে। আর আমরা যদি ফাঁকির পথে আগাতে চাই তাহলে আমাদের সমস্যার সমাধান হবে না। এতে না ব্যক্তির উপকার হবে, না জাতির উপকার হবে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এবং সহকারী কমিশনার দ্বিপান্বিতা দেবীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক একে মোহাম্মদ শামসুল আহসান, সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, সিলেট বিভাগীয় উপ-পরিচালক মো. নূরুল ইসলাম।