এবার সবচেয়ে বড় রামের মূর্তি নির্মাণ করবে ভারত!
এবার হিন্দু ধর্মীয় অবতার রামের বিশালাকার মূর্তি নির্মাণের ঘোষণা করল ভারত।
গত শনিবার রাতে রামের বিরাট মূর্তি নির্মাণের ঘোষণা দিল উত্তরপ্রদেশের বিজেপি সরকার।
এ মূর্তি আকারে সম্প্রতি গুজরাটে স্থাপিত ১৮২ ফুট সর্দার বল্লভের মূর্তির চেয়েও বড় হবে বলে জানিয়েছে বিজেপি সরকার।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবর, রামের মূর্তিটি লম্বায় হবে ২২১ মিটার। এটি তৈরি হবে সরায়ু নদীর ধারে।
তবে শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ভারতীয় সরকার জানিয়েছে, মূল মূর্তিটির উচ্চতা হবে ১৫১ মিটার। এ বিশাল রাম মূর্তিটি ৫০ মিটার উঁচু একটি আধারের উপর বসবে।
এর মাথায় থাকবে ২০ মিটার উঁচু একটি আভরণ। বিজ্ঞপ্তির সঙ্গে মূর্তির একটি প্রতীকী ছবিও দেওয়া হয়।
মূর্তিটি নির্মাণের পর এটিই হবে ভারতের সবচেয়ে বড় উচ্চতার মূর্তি।
তবে দেশটির সরকারের পক্ষ থেকে এখনবধি এ মূর্তি তৈরিতে কেমন খরচ হবে তা এখনও জানানো হয়নি।
মূর্তি নির্মাণে বিশাল অংকের টাকার উৎস সম্পর্কেরও জানানো হয়নি।
সম্প্রতি করে গুজরাটে ২৯৯০ কোটি টাকা খরচে বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি উন্মোচন করেছে ভারত।
রামের মূর্তিটি সেই সর্দার বল্লভের মূর্তিকেও ছাপিয়ে যাবে বলে জানিয়েছে বিজেপি সরকার।
এদিকে অযোধ্যায় রাম মন্দির নির্মাণে বিলম্ব হচ্ছে দাবিতে যখন বিভিন্ন ধর্মীয় সংগঠন সরকারের উপর চাপ দিচ্ছে ঠিক তখনই এমন ঘোষণা দিল ভারতের উত্তরপ্রদেশের বিজেপি সরকার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন