এবার সব ফাটিয়ে দেবে! আসছে ‘হট স্টোরি ৪’ উর্বশী
খুব শীঘ্রই আসতে চলেছে বিশাল পাণ্ডিয়া পরিচালিত এবং টি-সিরিজ প্রযোজিত নতুন ছবি ‘হট স্টোরি ৪’। এই ছবিতে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। পরিচালকের ধারণ ‘হট স্টোরি ৪’ দিয়ে উর্বশী সব ফাটিয়ে দেবে।
সম্প্রতি ট্রেড অ্যানালিস্ট এবং ফিল্ম সমালোচক তরণ আদর্শ এই ছবিতে উর্বশী রাউতেলার ফার্স্ট লুক টুইট করেছেন। ছবিতে একেবারে ভিন্ন লুকে দেখা যাচ্ছে তাঁকে। দেখে নিন তরণ আদর্শের টুইট করা সেই ছবি।
‘হট স্টোরি ৪’ ছবি দিয়ে প্রথমবার হিন্দি ছবিতে অভিনয় করতে চলেছেন পাঞ্জাবি অভিনেত্রী ইহানা ঢিলোঁ। পাশাপাশি অভিনেতা করণ ওয়াহির জন্যেও বেশ গুরুত্বপূর্ণ একটি ছবি হতে চলেছে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। শোনা যাচ্ছে, ২০১৮-এর ২ মার্চ মুক্তি পাবে ছবিটি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন