এবার সিলেটে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ঝড়লো ৪ প্রাণ
সিলেটের ওসমানীনগর উপজেলায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইলাশপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ওসমানীনগর থানার ওসি আলী মাহমুদ ঘটনাস্থল থেকে জানান, দুর্ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন