এমপির সামনেই অধ্যক্ষকে বেধড়ক পেটালেন আ’লীগ নেতা!
রাজশাহীর গোদাগাড়ী ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভা চলাকালীন এমপির উপস্থিতিতে আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীদের হামলায় গুরুতর আহত হয়েছেন কলেজ অধ্যক্ষ আব্দুর রহমান।
রোববার সন্ধ্যার পর কলেজের অফিস কক্ষে এ হামলার ঘটনা ঘটে।
শেষ পর্যন্ত এলাকাবাসী কলেজ অফিস থেকে আহত অধ্যক্ষ আব্দুর রহমানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
ঘটনার ব্যাপারে জানতে চাইলে অধ্যক্ষ রাত সাড়ে ৮টায় জানান, তিনি সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। এমপি ওমর ফারুক চৌধুরীর উপস্থিতিতেই আওয়ামী লীগ নেতা অয়েজুদ্দিন বিশ্বাস ও তার সহযোগীরা এই হামলা চালায় বলে তিনি জানিয়েছেন।
সংশ্লিষ্টদের দেয়া তথ্যে জানা গেছে, রাজশাহী-১ ( গোদাগাড়ী-তানোর) এলাকার সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে রোববার বিকালে কলেজ পরিচালনা পর্ষদের সভা শুরু হয়। সভায় অধ্যক্ষ আব্দুর রহমান তাকে কমিটির দেয়া কারণ দর্শানোর জবাব দাখিল করেন।
অধ্যক্ষের বিরুদ্ধে দেয়া শোকজ ও জবাব দাখিল নিয়ে অধ্যক্ষ আব্দুর রহমানের সঙ্গে কমিটির সদস্য ও গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি অয়েজুদ্দিন বিশ্বাসের সঙ্গে কথা কাটাকাটি হয়। এই দুই জনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার ও এএসপি সার্কেলসহ সংশ্লিষ্টরা উভয়পক্ষকে নিবৃত্ত করেন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, সভা চলার এক পর্যায়ে কমিটির অন্যতম সদস্য ও গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি অয়েজুদ্দিন বিশ্বাস কলেজ সরকারি হওয়ায় ৪০ লাখ টাকা দেয়ার জন্য কলেজ অধ্যক্ষকে চাপ দেন। এই টাকা ওপরের খরচ হিসাবে এমপির হাতে দিতে হবে বলে আওয়ামী লীগ নেতা অয়েজুদ্দিন বিশ্বাস অধ্যক্ষকে জানান।
এছাড়া অনার্স ক্লাসের শিক্ষক নিয়োগের প্রায় এক কোটি টাকার হিসাব অধ্যক্ষের কাছে দাবি করেন আওয়ামী লীগ নেতা। এক পর্যায়ে অধ্যক্ষ ও আওয়ামী লীগ নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে সভার মধ্যে।
এদিকে কিছুক্ষণের মধ্যে খবর পেয়ে আওয়ামী লীগ নেতা অয়েজুদ্দিন বিশ্বাসের একদল অনুসারী কলেজের সভাকক্ষে প্রবেশ করে অধ্যক্ষ আব্দুর রহমানকে বেধড়ক মারপিট শুরু করেন। এক পর্যায়ে আওয়ামী লীগ নেতার অনুসারীরা মাটিতে ফেলে দিয়ে অধ্যক্ষকে চেয়ার দিয়ে অধ্যক্ষকে পেটাতে থাকেন।
এক পর্যায়ে অধ্যক্ষ জ্ঞান হারিয়ে ফেললে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে এলাকার মানুষ উদ্ধার করে অধ্যক্ষ আব্দুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে জানতে চাইলে রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল্লাহ বলেন, ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত অধ্যক্ষকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। কোনো পক্ষই থানায় অভিযোগ না দেয়ায় কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন