এরদোয়ানকে ১০০ কেজি আম উপহার দিচ্ছে বাংলাদেশ
 
            
                     
                        
       		তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ১০০ কেজি আম উপহার দিচ্ছে বাংলাদেশ।
সোমবার বাংলাদেশ সময় রাত ৯টায় তুরস্কের রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট প্যালেসে এরদোয়ানের অভিষেক অনুষ্ঠান হবে। ওই অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অংশগ্রহণ করবেন। সঙ্গে উপহার হিসেবে ১০০ কেজি মৌসুমী ফল আম নিয়ে গেছেন। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, তুরস্কের আঙ্কারায় প্রেসিডেন্ট প্যালেসে তুরস্কের পুনর্নির্বাচিত রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান- এর অভিষেক অনুষ্ঠান হবে। ওই অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে পরিকল্পনামন্ত্রী তুরস্কের রাষ্ট্রপতির জন্য উপহার হিসেবে বাংলাদেশের মৌসুমী ফল ১০০ কেজি আম নিয়েছেন।
 
 
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন





 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	