এরশাদের ‘অপেক্ষায়’ গান-গজল গাইলেন রওশন
জাতীয় পার্টির একটি অনুষ্ঠানে দলটির চেয়ারম্যান এরশাদের আসতে দেরি হওয়ায় গান ও গজল গেয়েছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
মঙ্গলবার রাজধানীর গুলশানের বাঙ্কুয়েট হলে ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শুরুর কথা ছিল বেলা ১১টায়। কিন্তু সাড়ে ১২টায়ও প্রধান অতিথি এরশাদ অনুষ্ঠানে আসেননি।
পরে সাড়ে ১২টায় রওশন এরশাদ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের চেয়ারম্যান এখনো আসেননি। তার আসার আগে অনুষ্ঠান শুরু হবে না। তাই শুধু শুধু বসে না থেকে চলেন দলীয় সঙ্গীতটি গাই।’
তিনি বলেন, ‘কয়েকদিন আগে অসুস্থ ছিলাম, তাই গলা ভাঙা। আপনারা আমার সঙ্গে গাইবেন।’
এরপর তিনি দলীয় সঙ্গীত ‘নতুন বাংলাদেশ গড়ব মোরা’ গানটি গান, সঙ্গে নেতাকর্মীরাও শুরু মেলান।
এরপর রওশন এরশাদ বলেন, ‘গান হলো, এবার গজল গাই।
পরে তিনি ‘রমজানের ওই রোজার শেষে’ গাওয়া শুরু করেন। গানটি চলার মধ্যেই এরশাদ বাঙ্কুয়েট হলে প্রবেশ করলে গান থামিয়ে এরশাদের নামে স্লোগান শুরু করেন রওশন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন