এরশাদের জন্মদিনে গান গাইলেন রওশন (ভিডিও)
নিজের ৯০তম জন্মদিনে জাতীয় পার্টিকে শক্তিশালী করে ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত করতে নেতাকর্মীদের তাগিদ দিলেন পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, চরম আক্রোশ ও প্রতিকূলতা সয়ে টিকে থাকা দলটিকে কেউ ধ্বংস করতে পারবে না।
হুইল চেয়ারে চেপে গুলশানের একটি কমিউনিটি সেন্টারে জন্মদিনের অনুষ্ঠানে আসেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। আগে থেকেই ছিলেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদসহ পার্টির সিনিয়র নেতারা। শুভেচ্ছা জানানোর পালা শেষে গান পরিবেশন করেন রওশন এরশাদ।
সবাইকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন এরশাদ। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে ক্ষমতায় যাওয়ার জন্য দলকে প্রস্তুত করতে নেতাকর্মীদের তাগিদ দেন তিনি। তিনি বলেন, এত অত্যাচারের পরে যে দল বেঁচে থাকে সে দলকে কেউ ধ্বংস করতে পারে না। তোমাদের কাছে আমার একটাই আশা, দলকে আরো শক্তিশালী করবে, আগামীতে ক্ষমতায় যাবার জন্য পূর্ণশক্তি অর্জন করবে।
রওশন এরশাদ বক্তব্য দেয়ার সময় কয়েকজন নেতাকর্মী এরশাদকে ভুল চিকিৎসা দেয়ার অভিযোগ করেন।
পরে পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এ নিয়ে সংবাদ সম্মেলন করে জানান, দেশে ও বিদেশে কোথাও এরশাদের ভুল চিকিৎসা হয়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন