এশিয়ান গেমস হকিতে থাইল্যান্ডকে হারাল বাংলাদেশ
প্রথম দুই ম্যাচে জয়ের পর তৃতীয় ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে হেরেছিল বাংলাদেশ হকি দল। তবে এশিয়ান গেমস হকির চতুর্থ ম্যাচে জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। রোববার থাইল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে এশিয়ান গেমসে অন্তত ষষ্ঠ স্থান নিশ্চিত হলো বাংলাদেশের।
আগে থেকেই নিশ্চিত ছিল থাইল্যান্ডকে হারালে আসরে পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে খেলতে পারবে বাংলাদেশ। সুবাদে পরের এশিয়ান গেমসের জন্য আর বাছাই পর্ব খেলতে হবে না বাংলাদেশ দলকে। গ্রুপে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচ খেলবে মঙ্গলবার। প্রতিপক্ষ পাকিস্তান। পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন