এসএসসিতে যশোর বোর্ডের ৫ম ও সাতক্ষীরার সেরা কলারোয়ার আপন

এসএসসিতে যশোর শিক্ষা বোর্ডের মধ্যে শীর্ষ ৫ম ও সাতক্ষীরা জেলার ১ম স্থান অধিকার করেছে কলারোয়ার মীর শাহরিয়ার ইসলাম আপন।
বৃহষ্পতিবার যশোর শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত মেধা তালিকায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তার সর্বমোট প্রাপ্ত নম্বর ১২৫৫।

সম্প্রতি ঘোষিত এসএসসি পরীক্ষার ফলাফলে কলারোয়া উপজেলার সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীর মোট নম্বর প্রকাশিত হয়। সেখানেও উত্তীর্ণদের মধ্যে উপজেলার প্রথম হয়েছিলেন কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল থেকে গোলেন্ড জিপিএ-৫ প্রাপ্ত উত্তীর্ণ মীর শাহরিয়ার ইসলাম আপন।

মীর শাহরিয়ার ইসলাম আপন কলারোয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও কলারোয়া সরকারি কলেজের সাবেক জি.এস. মীর রফিকুল ইসলাম ও সুবর্ণা আক্তারের পুত্র।

মহান আল্লাহ প্রতি শুকরিয়ার পাশাপাশি পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করে আপন জানান, ‘ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার প্রত্যাশা তার।’

বর্তমানে ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজে পড়াশোনা করা আপন সকলের কাছে দোয়া কামনা করেছেন।

এদিকে, মীর শাহরিয়ার ইসলাম আপন এসএসসি পরীক্ষায় সাতক্ষীরা জেলার ও কলারোয়া উপজেলার প্রথম স্থান ও যশোর শিক্ষা বোর্ডের মধ্যে ৫ম স্থান অধিকার করায় তাকে অভিনন্দন জানিয়েছেন শুভাকঙ্খিরা।