এসডিএফ লক্ষ্মীপুরের জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন

প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন স্বায়ত্তশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) লক্ষ্মীপুর জেলা, যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসন, লক্ষ্মীপুরের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন এসডিএফ লক্ষ্মীপুরের জেলা ব্যবস্থাপক মোঃ আহসানুল আলম খন্দকার, আঞ্চলিক ব্যবস্থাপক (সাংগঠনিক দক্ষতা উন্নয়ন, সুশাসন ও জবাবদিহিতা), মোঃ বজলুর রহমান ভুইঁয়া, আঞ্চলিক ব্যবস্থাপক (পরিবীক্ষণ, মূল্যায়ন, শিখন ও এমআইএস), মোঃ আমিনুর রহমান ও জেলা কর্মকর্তা (পরিবীক্ষণ, মূল্যায়ন, শিখন এবং সুশাসন ও জবাবদিহিতা ) মোঃ জহিরুল ইসলাম।

বক্তারা যুবসমাজের উন্নয়ন ও ক্ষমতায়নে এই দিবসের তাৎপর্য তুলে ধরে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের অগ্রগতিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ করে, এসডিএফ-এর যুব কর্মসংস্থান সৃষ্টি সহায়তা কর্মসূচির আওতায় যুবদের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ গ্রহণ করে স্ব-কর্মসংস্থান তৈরির প্রতি উৎসাহিত করা হয়।

উক্ত সভায় জেলার ০৮ ক্লাস্টারের ক্লাস্টার প্রতিনিধিসহ বিভিন্ন গ্রাম সমিতির যুব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাটি সঞ্চালনা করেন জেলা কর্মকর্তা (যুব ও কর্মসংস্থান), মোঃ জাহাঙ্গীর আলম।